logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
মহিলা ফুটবল লিগ
কিংস মেয়েদের এক ডজন
স্পোর্টস রিপোর্টার

 

 ছেলেদের মতো দেশের নারী ফুটবলের অভিষেকটাও রঙিন হলো বসুন্ধরা কিংসের। কমলাপুর স্টেডিয়ামে শনিবার বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১২-০ গোলের বড় জয় মহিলা ক্লাব লিগ শুরু করেছে কিংস মেয়েরা; হ্যাটট্রিক করেছেন কৃষ্ণা রানী সরকার (৪টি) ও সাবিনা খাতুন; জোড়া গোল ইসরাত জাহান স্বপ্না। অন্য ৩ গোল মারিয়া মান্ডা, নার্গিস ও শিউলি আজিমের। জাতীয় ও অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৯ দল মিলিয়ে বাফুফের ক্যাম্পে থাকা ৪৫ ফুটবলারের মধ্যে ১৯ জনই কিংসের ঘরে। অখ্যাত বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দাপুটে জয়টা প্রত্যাশিতই। তাছাড়া দুর্বল দলের বিপক্ষে মুড়ি-মুড়কির মতো গোল করতে পারায় কিংসের মেয়েদের শরীরী ভাষা ছিল প্রতিপক্ষকে তাচ্ছিল্য ভাব! পোস্টের আশপাশে থেকে স্বার্থপরের মতো শট নিয়েছেন, বল গোলে রাখতে না পারলে কারও চোখে-মুখে ছিল না ব্যর্থতার লজ্জাবোধ, বরং মুচকি হেসেছেন! তবে উত্তরার আনোয়ারা স্পোর্টিং ক্লাবের জন্য এমন হার হজম করাটা কঠিনই, ম্যাচে কিংস খেলোয়াড়দের আটকাতেই ব্যস্ত থাকতে হয়েছে তাদের। গোলরক্ষক তাহেরা খাতুন বেশকিছু সেভ করেছেন, চারটা বল পোস্টে লেগেছে। নইলে ব্যবধানটা আরও বড়ও হতে পারত। না হলেও তৃপ্ত কিংস কোচ মাহমুদা শরীফ অদিতী।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]