logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
‘পাকিস্তানবধ ভারত ম্যাচের আত্মবিশ্বাস’
স্পোর্টস রিপোর্টার

 

সামনে কন্ডিশনের কঠিন চ্যালেঞ্জ, পেছনে দুঃস্মৃতি। তবে সব কিছু ভুলিয়ে দিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এসেছে দারুণ জয়। পার্থে সোমবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় ভারত ম্যাচের আগে পাকিস্তানকে হারানোয় আত্মবিশ্বাস বেড়েছেÑ জানান ৪ উইকেট নিয়ে জয়ে বড় ভূমিকা রাখা পেসার জাহানারা আলম। শুক্রবার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে ভারত; তাতেও ভীত নন জাহানারা, বরং শেষ বল পর্যন্ত ফাইট করতে চান। তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা বাংলাদেশ ১৩ ম্যাচে জিতেছে দুটিতে, সেই জয় দুটি এসেছে ২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। তবে শেষ দুই আসরে ৮ ম্যাচে জয় নেই একটিও। এবার খেলা অস্ট্রেলিয়ায়, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেই মেয়েদের সেখানে পাঠানো হয়েছে, করেছে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প।
থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও শেষটিতে পাকিস্তানের বিপক্ষে ৫ রানের রোমাঞ্চকর জয় পান সালমা খাতুনরা। আবহাওয়া যেহেতু নিজেদের হাতে নেই, তাই যতটুকু প্রস্তুতির সুযোগ হয়েছে তাতে সন্তুষ্টির কথা পার্থে শনিবার অনুশীলনের ফাঁকে জানান জাহানারা, ‘আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বোর্ড আমাদের ৩ ফেব্রুয়ারি এখানে পাঠিয়েছে, ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পও করেছি। যেহেতু বৃষ্টি ছিল, কোনো দলই এখানে এসে ওভাবে প্রস্তুতি নিতে পারেনি। এরপরও যতটুকু আমরা পেরেছি, সেটা আমাদের জন্য যথেষ্ট। আমরা জানি আবহাওয়া এখানে ভিন্ন, বৃষ্টি আমাদের হাতে নেই। আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছি, পাকিস্তানের বিপক্ষে জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে।’ ২০১৮ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে দুইবার হারিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের লড়াইকে জাহানারা দেখছেন নেতুন ম্যাচ হিসেবে, ‘যেহেতু আমাদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, আমরা ওদের দুইবার হারিয়েছে এশিয়া কাপে। তবে সেটা অনেক আগে। আমরা আত্মবিশ্বাস নিচ্ছি, তবে ম্যাচটাকে নতুন করে দেখব। আমাদের দলের যে ঐক্য আছে এবং আমরা যে স্কিল অনুযায়ী প্রস্তুতি নিয়ে এসেছি, আমাদের বিশ্বাস ভালো করতে পারব। জয়ের জন্যই মাঠে নামব প্রত্যেকটা ম্যাচে।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]