logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
অচেনা পরিস্থিতিতে চেনা মন্ত্র
স্পোর্টস রিপোর্টার

 

ডোনাল্ড টিরিপানো সামনে ঝুঁকে ডিফেন্ড করলেন নাঈমের দিনের শেষ বলটা, এক দিনে ৫ উইকেট পাওয়া হলো না তার। বলটা নিয়ে একটু ঘষে নিয়ে ছুড়লেন তাইজুল ইসলামের জন্য। দ্বিতীয় নতুন বলের বয়স তখনও ৮ ওভার হয়নি। নাঈমের কাছে একদিক দিয়ে এটা পরিচিত ব্যাপারÑ স্পিনাররাই নতুন বলে, স্পিনাররাই পুরোনো বলে। এর আগে যে ৩ টেস্টে বোলিং করেছেন, সে ৩ ম্যাচ মিলিয়ে স্বীকৃত পেসারের অবদান ছিল মোটে ৪ ওভার। উইকেট যে তেমন থাকবে না, সেটির ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগের দিনই।
তবে এ উইকেট রীতিমতো ব্যাটসম্যানদের জন্য সহায়ক, প্রথম দিকের সময়টা পার করে দিতে পারলে। সে উইকেটেই বাংলাদেশ পেসাররা শুরুতে দারুণ বোলিং করলেন, এরপর নাঈম সেটিকে নিয়ে গেলেন আরেকটু ওপরের পর্যায়ে। টার্ন পেলেন না তেমন, যা সম্বল পেসের বৈচিত্র্য আর ধারাবাহিকতা। নাঈম কাজে লাগালেন দুটিকেই.  তার বোলিংয়ের মন্ত্র তিনটিÑ জায়গামতো বেশিক্ষণ বোলিং করা, পেসে বৈচিত্র্য আনা, রান বেশি না দেওয়া। নাঈম জায়গামতো করেছেন ৪টি উইকেটের ৩টিই পেয়েছেন তিনি গুড লেন্থ থেকে, এর মধ্যে অন্তত দুটিতে ব্যাটসম্যান পরাস্ত হয়েছেন পেসে। ৩৬ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ৬৮ রান, ১.৮৮ হারে। এসব ব্যাপারের সঙ্গে নাঈমের বোলিংয়ের আরেকটা উল্লেখযোগ্য দিক তার ৩২ ওভারের ম্যারাথন স্পেল। ১১তম ওভারে এবাদতকে সরিয়ে তাকে এনেছিলেন মুমিনুল, লাঞ্চ-চা-বিরতির আগে-পরে একপ্রান্ত থেকে তাকে সরিয়ে নিয়েছেন ৭৫তম ওভারে গিয়ে। টানা বোলিংটা অবশ্য অপরিচিত নয়, তার জন্য। বিসিএলে নিজের খেলা শেষ ২ ম্যাচে প্রতি ইনিংসে তিনি করেছেন ৩২ ওভারের বেশি করে। উইকেটও নিয়েছেন ২১টি। উইকেট বা লম্বা সময়ের বোলিংÑ নাঈম দুটির জন্যই তাই কৃতিত্ব দিচ্ছেন ঘরোয়া লিগকে, ‘জাতীয় লিগ থেকে অভ্যাস আছে, ওখানে লম্বা স্পেল করেছি। লম্বা স্পেল করলে ধৈর্য ধরে একটা জায়গায় বোলিংয়ের চেষ্টা করি।’ (বিসিএলে উইকেট পাওয়া) সহায়তা তো করবেই। ওখানে অনেক বোলিং করেছি। উইকেট পেয়েছি। অনুশীলনের চেয়ে ম্যাচ খেলা বেশি ভালো। নাঈমের জন্য অচেনা আছে আরেকটি দিকÑ সাকিব আল হাসানকে ছাড়া বোলিং করা। তবে সাকিবকে পাওয়া না পাওয়ার প্রশ্নের ব্যাপারে তিনি দিলেন অন্যরকমের এক উত্তর, ‘যখনই বলটা হাতে নেই, (লক্ষ্য থাকে) দায়িত্ব পালন করা। (আর) সাকিব ভাই থাকলে সুবিধাÑ তার থেকে ব্যাটিং-বোলিং দুটি পাওয়া যায়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]