logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির আনন্দ ভ্রমণ

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি চাঁদপুর জেলা শাখার আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি দিনব্যাপী এ আনন্দভ্রমণ হয় মেঘনা নদীর পাড়ের ল¹িমারার চরে। সমিতির চার শতাধিক সদস্য তাদের পরিবারের সদস্যদের নিয়ে এতে অংশ নেন। আয়োজনে ছিল শিশু-কিশোরদের খেলাধুলা, মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাফেল ড্র।
বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমিতির সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি এ বি এম নজরুল আমিন সাজু, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির খান, সুভাষ সাহা, সদস্য নেহাল হোসেন মজুমদার, মো. ইউছুফ তালুকদার মানিক। সংগীত পরিবেশন করেন শিল্পী ইসফাতারা কায়ছার জুই, রাজীব, সুভ্র, বাতেন, অন্তু, আজিম প্রমুখ।
শওকত আলী, চাঁদপুর।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]