
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
এবার পর্দায় মা আনন্দ শীলা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। সৌজন্য আমাজন স্টুডিয়োসের ছবি ‘শীলা’। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্যারি লেভিনসন। ‘হলিউড রিপোর্টার’-এর প্রতিবেদন অনুসারে ছবি একজন প্রযোজকের ভূমিকাতেও রয়েছেন প্রিয়াঙ্কা।
লেভিনসন পরিচালিত ‘শীলা’ ছবিতে আধ্যাত্মিক গুরু বলে পরিচিত ওশো-র ব্যক্তিগত সচিব ছিলেন মা আনন্দ শীলা। তার জীবনের ওপরই তৈরি হবে এ ছবি। নেটফ্লিক্সের একটি ডকুমেন্টরি ‘ওয়াইল্ড ওয়াইল্ড কান্ট্রি’র মাধ্যমেই প্রথমবার পর্দায় উঠে আসে মা আনন্দ শীলার গল্প। ১৯৮১ থেকে ১৯৮৫ আধ্যাত্মিক গুরু রজনীশ ওরফে ওশোর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন মা আনন্দ শীলা। তিনি রজনীশপুরম আশ্রমের দায়িত্বেও ছিলেন। মার্কিন মুলুকে ছিল রজনীশের এই আশ্রম। তবে অবশ্য এই ওশো অর্থাৎ রজনীশকে আধ্যাত্মিক গুরু না বলে ‘সেক্স গুরু’ বললেও ভুল হবে না। এক সময় এই শীলার নেতৃত্বেই রজনীশের অনুগামীরা মার্কিন মুলুকের সালাদ বার ও রেস্তোরাঁগুলোতে বিষ মেশানোর ঘটনায় জড়িয়ে পড়ে। অসুস্থ হয়ে পড়েন ৭৫০ জন মানুষ। ১৯৮৪ সালে ওরেগান প্রদেশে তে বায়োটেরর অ্যাটাকে দোষী প্রমাণিত হন শীলা। যেটা মার্কিন ইতিহাসে অন্যতম বড় আক্রমণ ছিল। এ ঘটনায় দোষী প্রমাণিত হয়েছিলেন শীলা, জেল হয়েছিল তার। পরবর্তীকালে পাততাড়ি গুটিয়ে দেশে ফিরে আসেন রজনীশ। তবে জেল থেকে বের হওয়ার পর শীলাই আবার ফাঁস করেছিলেন নানা তথা। সেই শীলার ভূমিকাতেই দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। প্রিয়াঙ্কা অবশ্য আগেই এলেন ডিজেনার্সের টক শোয়ে গিয়ে ‘ওয়াইল্ড, ওয়াইল্ড কান্ট্রি’র বিষয় নিয়ে ছবি বানানোর কথা বলেছিলেন। এ ছবিটি ছাড়াও পিগি চপসকে রমিন বাহরানির ‘দ্য হোয়াইট টাইগার’, রবার্ট রডরিগেসের ‘উই ক্যান বি হিরোস’ এবং ম্যাট্রিক্সের আগামী ছবিতেও দেখা যাবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |