logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
বিয়ে করলেন সুজন-রোদেলা
বিনোদন প্রতিবেদক

 

ছিলেন সংবাদ পাঠিকা। এরপর ২০১৮ সালে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করে আলোচিত হন। বলছি, রোদেলা জান্নাতের কথা। নতুন খবর, বৃহস্পতিবার বিকালে তিনি বিয়ে করলেন মডেল সুজনকে।
শুক্রবার সকালে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে রোদেলা জান্নাত জানান, এটা তাদের প্রেমের বিয়ে। বলেন, এক মাস আগে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়; বিয়েটা আমরা করছি। কারণ, আমাদের মধ্যে বন্ডিংটা খুবই স্ট্রং ছিল। রোদেলা জান্নাত বলেন, পরিচয় অনেক দিনের হলেও ছয় মাস ধরে সুজনের সঙ্গে আমার পরিচয়ের চেয়ে একটু বেশি কিছু ছিল। মানে প্রেম! বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজধানীর বাংলামটরের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে শুধু দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ের সংবর্ধনার আয়োজন করতে আরও মাসখানেক লাগবে।
রোদেলা জান্নাত বলেন, আমার একমাত্র ভাই দেশের বাইরে থাকেন। তার ফিরতে মাসখানেক দেরি হবে। সে ফিরলে ধুমধাম করে রিসেপশন করব। তিনি জানান, বৃহস্পতিবার বিয়ের পরেই শ্বশুড়বাড়িতে উঠেছেন। শুক্রবার যাবেন বাবার বাড়ি। রোদেলা জান্নাত বলেন, নতুন পরিবারে এসেও নতুন লাগছে না। কারণ, এখানে প্রত্যেকেই খুব মিশুক।
খালেদ হোসেন চৌধুরী সুজন সবার কাছে পরিচিত মডেল হিসেবে। দেশের বড়বড় ফ্যাশন ইভেন্টের র?্যাম্পেও হেঁটেছেন তিনি। দেখা গেছে, বিভিন্ন ফ্যাশন হাউজের বিলবোর্ডে। কাজ করেছেন চলচ্চিত্রেও। জাজ মাল্টিমিডিয়ার ‘বেপরোয়া’ ছবিতে খলনায়ক হিসেবে তিনি নজর কেড়েছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন চলচ্চিত্র চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’। রোদেলা জান্নাত বলেন, সুজন তার ভালো লাগার জায়গা থেকে মডেলিং, অভিনয় করে। এটা তার মূল পেশা নয়। তার পারিবারিক ব্যবসা রিয়েল এস্টেট। রোদেলা নিজের কাজের প্রসঙ্গে বলেন, আমি কখনোই বলিনি, সিনেমাতে ক্যারিয়ার গড়বো। শাহেনশাহতে শখের মাথায় কাজ করেছিলাম। ছবি করার আগেই বলেছিলাম, আগে এটা মুক্তি পাবে; তারপর সিদ্ধান্ত নেব কাজ করব কিনা! এখনও ওই সিদ্ধান্তে অটল। আগে ‘শাহেনশাহ’ মুক্তি পাক। তার আগ পর্যন্ত একেবারে সংসারী হয়ে থাকি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]