
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তায় একটি নদীতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে আট ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সেমপোর নদীতে এ আচমকা জলোচ্ছ্বাসে আরও অন্তত দুইজন নিখোঁজ রয়েছে। আচমকা জলোচ্ছ্বাস হওয়ার আগে নদীর পাড়ের একাংশে মাধ্যমিক স্কুলের আড়াইশ’র মতো শিক্ষার্থী হাঁটছিল। তারা স্কাউটিং সংক্রান্ত কর্মকাণ্ডে ব্যস্ত ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছেন দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আগুস উইবোও। তিনি বলেন, শিক্ষার্থীরা যখন নদীর কাছে এসেছিল তখন বৃষ্টি ছিল না। আচমকাই বড় বড় ঢেউ তাদের কয়েকজনকে ভাসিয়ে নিয়ে যায়। নিখোঁজদের সন্ধানে পুলিশ, উদ্ধারকারী বিভিন্ন সংস্থা ও সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক এ জলোচ্ছ্বাসে মৃত ও নিখোঁজ ছাত্রীরা ১২ থেকে ১৫ বছর বয়সি। এছাড়া এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছে। দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র উইবোও আরও জানান, উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ ছাত্রীদের উদ্ধার অভিযানে ৮৫০ কর্মী নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |