প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ না করতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট সিনেটের বার্নি স্যান্ডার্স। শুক্রবার ক্যালিফোর্নিয়ার বাকেরসফিল্ডে একটি প্রচারণায় পুতিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, মার্কিন নির্বাচন থেকে দূরে থাকুন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন স্যান্ডার্স। তার ক্যাম্পেইনে রাশিয়া সহযোগিতার চেষ্টা করছে বলে স্যান্ডার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তারপরই রাশিয়াকে মার্কিন নির্বাচন থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছেন স্যান্ডার্স। মস্কো কীভাবে ভূমিকা রাখতে চেয়েছিল, তা স্পষ্ট হওয়া যায়নি এবং এ ধরনের যে কোনো হস্তক্ষেপ চেষ্টার বিরোধিতা করবেন বলেও মন্তব্য করেছেন ৭৮ বছর বয়সি এ ডেমোক্র্যাট। সমাবেশে স্যান্ডার্স পুতিনকে ‘স্বৈরাচারী ঠগ’ বলে অভিহিত করেছেন বলে জানিয়েছে বিবিসি। আমাদের দেশে ভেদাভেদের বীজ বপনে তার (পুতিন) সরকার ইন্টারনেট প্রোপাগান্ডাকে ব্যবহার করেছিল, বলেছেন এ স্বঘোষিত ‘সোশ্যাল ডেমোক্র্যাট’।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |