প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
ইরাকে গেল মাসে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মস্তিষ্কে আঘাত পাওয়া যুক্তরাষ্ট্রের সেনার সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। শুক্রবার পেন্টাগন একথা জানায়। এর আগে যে সংখ্যা জানানো হয়েছিল এ সংখ্যা তার চেয়ে একজন বেশি। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, ইরাকে ইরানের ওই ক্ষেপণাস্ত্র হামলায় আহত সবাই মস্তিষ্কে আঘাত পেয়েছেন বলে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়েছে। এদের মধ্যে ৭৭ জন এরই মধ্যে তাদের দায়িত্বে ফিরে গেছেন। বিবৃতিতে আরও বলা হয়, ৩৫ জনকে উন্নত চিকিৎসার জন্য জার্মানি পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ২৫ জনকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ৭ ও ৮ জানুয়ারি রাতে ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সেনা আহত হয়নি। যদিও পরে কর্তৃপক্ষ জানিয়েছিল, সেখানে হামলায় প্রায় এক ডজন সেনা আহত হয়। ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ায় এর প্রতিশোধ নিতে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বাসস
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |