প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
রাজশাহীতে ‘সুশাসন সংহতকরণ’ শীর্ষক দুই দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিল, ইউরোপিয়ান ইউনিয়ন ও কেবিনেট ডিভিশনের যৌথ সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পবা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করেছিল। বুধবার থেকে শুরু হওয়া এ কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক হামিদুল হক প্রধান অতিথি থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমানও উপস্থিত ছিলেন। এর আগে কর্মশালায় তথ্য অধিকার, শুদ্ধাচার, সেবা প্রদান প্রতিশ্রুতি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা নিয়ে সেশান পরিচালনা করা হয়। শেষ দিনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিবিষয়ক সেশান ও গ্রুপ ওয়ার্কে প্রাণবন্ত হয়ে ওঠে কর্মশালা। সেশান পরিচালনা করেন উপপ্রধান তথ্য কর্মকর্তা আফরাজুর রহমান, জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের উপপরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক আবদুল মান্নান প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |