logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
বরিশাল ম্যারাথন-২০২০ অনুষ্ঠিত
বরিশাল ব্যুরো

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এমন স্লোগান নিয়ে বরিশালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বরিশাল ম্যারাথন-২০২০। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ম্যারথানের আয়োজন করে বিজ্ঞান সংগঠন ‘কসমিক কালচার’। বৃহত্তর বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বয়সি ১৩০ পেশাদার ও শৌখিন দৌড়বিদ এতে অংশগ্রহণ করেন। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ৬টায় নগরের বঙ্গবন্ধু উদ্যানে প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
পরে উদ্যান থেকে শুরু হওয়া দৌড় প্রতিযোগিতায় দৌড়বিদরা নগরের প্রধান প্রধান সড়ক হয়ে ১০ কিলোমিটার দূরে লাকুটিয়া জমিদারবাড়ি পর্যন্ত যান। পরে সেখান থেকে আবারও বঙ্গবন্ধু উদ্যানে এসে প্রতিযোগিতা শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও দৌড় সম্পন্নকারীদের মধ্যে মেডেল বিতরণ করেন। বরিশাল ম্যারাথনে চারটি ক্যাটাগরিতে হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার), পাওয়ার রান (১০ কিলোমিটার), ড্রিম রান (৫ কিলোমিটার) ও চ্যারিটি রান (৩ দশমিক ৫ কিলোমিটার) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে সব ক্যাটাগরিতে ফিনিসারদের মেডেল দেওয়া হয় এবং বড় দুটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম তিনজনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার দেওয়া হয়। যেখানে হাফ ম্যারাথন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ওয়াশিউর রহামন, দ্বিতীয় হয়েছেন রানা রহমান ও তৃতীয় হয়েছেন শোভন মিত্র। 
অপরদিকে পাওয়ার রান ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শেখ জহিরুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন ডা. প্রণব কুমার সাহা ও তৃতীয় হয়েছেন আবদুল্লাহ সজল। সমাপনী অনুষ্ঠানে কসমিক কালচারের সাধারণ সম্পাদক যোয়েল কর্মকারের সার্বিক তত্ত্বাবধায়নে সংগঠনের সভাপতি অনীশ মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বরিশাল বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক মো. আরিফুর রহমান।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]