প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সময়ে মানুষের মৌলিক অধিকার সবচেয়ে বেশি খর্ব হচ্ছে। মানুষের নাগরিক ও ভোটাধিকার নেই। মানুষ মুখ খুলে কথা বলতে পারছে না। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। এর আশু সমাধান হওয়া প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের মাজা ভেঙে দিয়েছে। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চরমভাবে উদ্বিগ্ন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পির আরও বলেন, রাজনৈতিক দল ও জনগণকে অবহিত না করে নির্বাচন কমিশন কর্তৃক গণপ্রতিনিধিত্ব আদেশের-১৯৭২ (আরপিও) সংশোধনীর উদ্যোগ নিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো একটি নতুন ষড়যন্ত্র।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |