প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
বাগমারা উপজেলায় গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক কৃষকের পান বরজ পুড়ে গেছে। শনিবার ভোররাতে উপজেলার কনোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সাইদুল সরদার। দেড় বিঘার পানের বরজ পুড়িয়ে দেওয়ায় তার অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
চাষি সাইদুল বলেন, কেউ শত্রুতা করে আমার পান বরজে আগুন দিয়েছে। এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না। আমি অপরাধীর শাস্তি চাই। বাগমারার তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। থানায় অভিযোগ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |