logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
বরিশাল ব্যুরো

ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে শনিবার বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি স্মরণীয় করতে প্রতি বছর ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয দিবস পালন করা হয়। শনিবার ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী। 
সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. দিল আফরোজা বেগম ও উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। পরে অতিথিদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 
বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রফেসর ড. দিল আফরোজা বেগম। 
আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্য বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ সৃষ্টির কোনো বিকল্প নেই। তোমরা যে যে বিভাগেই পড়াশোনা করছ, সে বিষয়কে গুরুত্ব দিয়ে পড়তে হবে, যাতে তোমাদের উদ্ভাবনী শক্তি দেশের জন্য কাজে লাগে। তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করতে হবে। 
যারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শকে মনে-প্রাণে ধারণ করে, তারা কখনও অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারে না। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২০ উপলক্ষে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রসঙ্গত, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]