logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
আমান সিম সাওতুল কোরআন
ইয়েস কার্ড পেল ময়মনসিংহের দুই খুদে কারি
ময়মনসিংহ প্রতিনিধি

জাতীয় কেরাত প্রতিযোগিতা ‘আমান সিম সাওতুল কোরআন’-এ ‘ইয়েস কার্ড’ পেয়েছে ময়মনসিংহের দুই খুদে কারি। শনিবার সকালে ময়মনসিংহের মুসলিম ইনস্টিটিউটে প্রজাপতি মিডিয়া আয়োজিত শুদ্ধ কোরআন তেলাওয়াতের ওপর এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খুদে কারিরা অংশগ্রহণ করে। এতে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত দুই কারিকে ‘ইয়েস কার্ড’ দেওয়া হয়েছে। এরা হলো আল-শাহরিয়ার ও শুয়হিব বিন মোস্তফা। বাছাই প্রক্রিয়ায় বিচারকের দায়িত্ব পালন করেন কারি হাফেজ আবু সালেহ মোহাম্মদ মূসা, কেন্দ্রীয় প্রশিক্ষক, হুফফাযুল কোরআন বাংলাদেশ ও হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, কোর্স কো-অর্ডিনেটর, তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রারসা। অনুষ্ঠানে অতিথি ছিলেন আমান সিম ময়মনসিংহ বিভাগের ব্যবস্থাপক মো. আসাদ মিয়া ও আমান সিম ময়মনসিংহ বিভাগের পরিবেশক মো. এনামুল হক। প্রজাপতি মিডিয়া প্রযোজিত আমান সিম সাওতুল কোরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ডপ্রাপ্ত দুই কারিকে মার্চের শেষ সপ্তাহের দিকে ‘গ্রুমিং’ এর জন্য ঢাকায় ডাকা হবে। সারা দেশ থেকে বাছাইকৃত কারিদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা, যা রমজান মাসজুড়ে এসএ টিভিতে সম্প্রচার করা হবে। জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান অর্জনকারী পাবে ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী ৭৫ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারী ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ বিভিন্ন পুরস্কার পাবে। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব কারিকে দেওয়া হবে সান্ত¦না পুরস্কার।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]