logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
না.গঞ্জে ফিরে মুক্তা বললেন
অভিমানে ঘর ছেড়েছিলাম
নারায়ণগঞ্জ প্রতিনিধি

অবশেষে ৯ দিন পর নারায়ণগঞ্জে ফিরেছেন নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগের জান্নাত এলাকা থেকে নিখোঁজ গৃহবধূ মুক্তা। শনিবার সন্ধ্যায় মুক্তা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এসে পৌঁছান। সেখানে থাকা তার স্বামী রেডিমেট গার্মেন্ট কাপড়ের ব্যবসায়ী তোবারক হোসেনের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়। 
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘মোবাইল ট্র্যাকিং ও পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মুক্তার অবস্থান নিশ্চিত করা হয়। তিনি চট্টগ্রামে ছিলেন। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এসে পৌঁছান। সেখান থেকে তাকে তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে। মুক্তা জানিয়েছেন সাংসারিক কারণে অভিমান করেই তিনি ঘর ছেড়েছিলেন। অপরদিকে স্বামী তোবারকও অভিমান করে দুই মেয়েকে নিয়ে রাজধানীতে চলে যান। শুক্রবার ওই তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 
জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় সিরাজুল ইসলামের বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে সপরিবারে ভাড়া থাকতেন রেডিমেট গার্মেন্ট কাপড়ের ব্যবসায়ী তোবারক হোসেন। তিনি শহরের বঙ্গবন্ধু রোডের লুৎফা টাওয়ার সংলগ্ন সড়কের ফুটপাতে অস্থায়ী দোকানে গার্মেন্টের তৈরি পোশাকের বেচাকেনা করতেন। ওই ফ্ল্যাটে তোবারক হোসেনের সঙ্গে তার স্ত্রী মুক্তা ও দুই মেয়ে ফারিয়া ও ফাহমিদা থাকতেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]