প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া জনশুমারি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। জনশুমারি ও গৃহ গণনা ২০২১ প্রকল্পের ‘ম্যাপিং, জিওকোড হালনাগাদকরণ ও তালিকা এলাকা চিহ্নিতকরণ’ কার্যক্রমের ইউসিস ও জোনাল অফিসারদের দুই দিনের প্রশিক্ষণে মোট ২১ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক দিলীপ কুমার। রোববার দিন শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হবে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |