প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকার যথাযথ মর্যাদা না দেওয়ায় এবং অর্ধনমিত না রাখায় রংপুরে ফার্স্ট সিকিউরিটি ও উত্তরা ব্যাংককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রংপুর জেলা প্রশাসনের ভিজিলেন্স টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা পর্যবেক্ষণ কমিটি শুক্রবার নগরীর বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রংপুর শাখাকে ৫ হাজার টাকা এবং উত্তরা ব্যাংক লিমিটেড পৌরপার্ক মার্কেট শাখাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর ১৫ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। এসব প্রতিষ্ঠান শুক্রবার মহান ভাষা দিবসে সরকারি নির্দেশ অনুযায়ী জাতীয় পতাকা যথাযথভাবে অর্ধনমিত রাখেনি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |