logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
কর্মজীবী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মজীবী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আতাউল গনি। এ সময় পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. অলোক কুমার দাস, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শফিউল আলমসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুর হার অনেক কমে গেছে। শিশু ও মাতৃমৃত্যুর হার রোধে পৃথিবীর দেশগুলোকে জাতিসংঘ যে লক্ষ্যমাত্র নির্ধারণ করে দিয়েছিল, তা সময়ের আগেই আমরা পূরণ করতে সক্ষম হয়েছি; যা অন্যান্য দেশ আজও পারেনি। দেশের মানুষের মৌলিক চাহিদা চিকিৎসা সেবার ব্যাপক উন্নয়ন করছে সরকার। মা ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসা সেবাসহ মায়েদের মাসে ৮০০ টাকা করে প্রদান করা হচ্ছে। বর্তমান সরকার এখন উন্নয়নের মহাসড়কে। এ উন্নয়নের সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে দুর্নীতিবাজদের রুখে দিতে হবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]