logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
টাঙ্গাইলে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ
দ্বিতীয় শিফটের ক্লাসের দাবি
টাঙ্গাইল প্রতিনিধি

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ সেøাগানে দ্বিতীয় শিফটের ক্লাসের দাবিতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়ক অবরোধ ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে রাখেন। আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে দ্বিতীয় শিফটের ক্লাস বন্ধ থাকায় আমাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। আমরা দ্রুত ক্লারে ফিরে যেতে চাই। আশা করি, বিষয়টি তাড়াতাড়ি সমাধান হবে। তা না হলে আরও কঠোর আন্দোলনে যাব। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, দেশের ৪৯টি কলেজের দ্বিতীয় শিফটের ২০ মাস ধরে শিক্ষকদের ভাতা বন্ধ। তাই ক্লাসও হচ্ছে না। এটি সারা দেশের সমস্যা। দ্বিতীয় শিফটের ক্লাসের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে। জাতীয়ভাবে সমস্যা সমাধান হলে টাঙ্গাইলেও ক্লাস শুরু হবে। অধ্যক্ষ আরও বলেন, আজকের মতো শিক্ষার্থীরা আন্দোলন তুলে নিয়েছে। টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোশারফ হোসেন বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি শুনে কলেজের অধ্যক্ষসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]