প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে সব শিক্ষার্থীকে এগিয়ে আসতে হবে। সেজন্য প্রত্যেক শিক্ষার্থীকে নীতিনৈতিকতায় একজন ভালো মানুষ হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। তবেই একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল উন্নত বাংলাদেশ গড়ার। বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করার। সে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে এগিয়ে নিতে এবং উন্নত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করছেন। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে চলছে। মুজিববর্ষে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে জনপ্রতিনিধিসহ নেতাকর্মীদের সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে ছাত্র সমাজসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শনিবার কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক দেওয়ান মোহাম্মদ ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় এবং কলেজ অধ্যক্ষ অধ্যাপক বাবুল চন্দ্র শীলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনূস ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী প্রমুখ। এ সময় ইউএনও একেএম সাইফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) উজালা রাণী চাকমা, কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট তানজিনা আক্তার, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল আলিম দিদার, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |