প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
পাবনার সাঁথিয়ায় ব্যবসায়ী মহাদেব সরকার হত্যার ঘটনায় পুলিশ ১৫ দিনেও কাউকে আটক করতে পারেনি। এমনকি কোনো ক্লু উদ্ধার করতে সক্ষম হয়নি। এ হত্যাকা- নিয়ে থানা পুলিশ ছাড়াও পুলিশের গোয়েন্দা বিভাগও কাজ করছে। অতি দ্রুত সময়ে ক্লু উদ্ঘাটিত হবে এবং আসামিও আটক হবে বলে এমনটাই জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার। ঘটনার বিবরণে প্রকাশ উপজেলার পুন্ডুরিয়ার বাঐটোলা গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে মহাদেব সরকার বাজারে রড-সিমেন্টের ব্যবসা করতেন। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে চলে যায়। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারি নিহত মহাদেবের স্ত্রী স্বপ্না খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। এ ঘটনার পর থেকেই পুলিশ হত্যাকা-ের ক্লু উদ্ঘাটনের চেষ্টা করলেও ১৫ দিনে কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, হত্যাকা-ের সময় দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত একটি গাঁয়ের চাদর রেখে যায়। চাঁদরের সূত্র ধরে পুলিশ ক্লু উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে হত্যাকা-ের ক্লু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানায় পুলিশ। নিহতের স্ত্রী স্বপনা খাতুন জানান, একমাত্র উপার্জক্ষম ব্যক্তিকে হারিয়ে আমার তিন মেয়ে নিয়ে তিনি কষ্টে আছেন। ব্যবসায়ী হত্যাকা-ের তদন্ত কর্মকর্তা সাঁথিয়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, আমরা এ মামলাকে অধিকতর গুরুত্ব দিয়ে ডিজিটাল প্রযুক্তিতে আসামিদের আটকের চেষ্টা করছি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |