logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
টাঙ্গাইলে ম্যাক্সি-কাভার্ডভ্যানের সংঘর্ষে চার শ্রমিক নিহত
অন্যত্র আরও আটজনের মৃত্যু
আলোকিত ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুরে ম্যাক্সি-কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় জুই-যুথী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক ও হেলপার, গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় ভ্যানচালক, মানিকগঞ্জে বাসচাপায় পথচারী ও নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ম্যাক্সি-কাভার্ডভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় জুই-যুথী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা স্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন গাইবান্ধা জেলার সদুল্লাপুর উপজেলার গোবিন্দরায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর, একই এলাকার অমূল্য দাসের ছেলে তপন দাস, টাঙ্গাইলের গোপালপুর থানার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম এবং রংপুর জেলার রাশেদা বেগম। এ ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, সকালে মির্জাপুরে জুই-যুথী পাম্পের কাছে ম্যাক্সিটি থামিয়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছিল। এ সময় টাঙ্গাইলগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ম্যাক্সিটিকে ধাক্কা দেয়। এতে চারজন নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। অজ্ঞাত কাভার্ডভ্যান ও চালককে আটকের চেষ্টা চলছে বলেন পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান। 
কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা ৯ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রলিচালক শুকুর আলী ও হেলপার আলামিন। উভয়ের বাড়ি উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ বাইল মসলেমপুর গ্রামে। স্থানীয় ও পুলিশ জানায়, সকালে ৯ মাইল নামক স্থানে একটি স্ট্রিয়ারিং ট্রলি রাস্তা পার হচ্ছিল। এ সময় কুষ্টিয়া অভিমুখ থেকে আসা একটি মসুরবোঝায় ট্রাক ট্রলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক শুকুর আলী ও হেলপার আলামিন মারা যান। 
নাটোর : নাটোর সদর ও বাগাতিপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালক এবং এক কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেনÑ রাজশাহীর দুর্গাপুরের ক্ষিদ্র কলসি গ্রামের আবদুস সামাদের ছেলে গোলাম নবী ও তার শ্যালক নাটোর সদর উপজেলার চন্দ্রকলা গ্রামের আবদুস সাত্তারের ছেলে ফয়সাল আহমেদ এবং বড়াইগ্রামের আটঘড়িয়া গ্রামের লতিফ কাজির ছেলে বাগাতিপাড়ার শহীদ জিয়াউর রহমান কলেজের ছাত্র সোহানুর রহমান। শুক্রবার বিকালে দয়ারাপুরে ও সন্ধ্যা সাড়ে ৭টায় নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় দুলাভাই গোলাম নবী ও শ্যালক ফয়সাল আহমেদ মোটরসাইকেলযোগে চন্দ্রকলা গ্রাম থেকে নাটোর শহরে আসছিলেন। পথে বনবেলঘড়িয়া বাইপাসে পৌঁছালে নাটোর থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। অপরদিকে বাগাড়িপাড়ায় বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কলেজছাত্র সোহানুর রহমানের মৃত্যু হয়। 
গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় জাফর মুন্সী নামের এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকালে মুকসুদপুর কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ারম্যান রইচ ফকির জানান ভাটিয়াপাড়া থেকে বরইতলাগামী একটি লোকাল মিনি বাস মুকসুদপুর কলেজ মোড়ে দ্রুতগতিতে এসে একটি ভ্যানের পেছন থেকে ধাক্কা দিয়ে প্রায় ৫০ গজ দূরে নিয়ে ফেলে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ভ্যানচালককে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে নেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে আবার কলেজমোড় এলে আহত জাফর মুন্সী মারা যান। 
মানিকগঞ্জ : মানিকগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় ফারুক হোসেন নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক সদর উপজেলার ঘোনা এলাকার হাবুল মিয়ার ছেলে এবং পেশায় তিনি গাড়িচালক ছিলেন। 
সুবর্ণচর : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনার তাসলিমা আক্তার নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মোহাম্মদপুরের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকা কেরামতপুর গ্রামের মৃত নূর রহমানের মেয়ে এবং উপজেলার দক্ষিণ পূর্ব চরলক্ষ্মী আশ্রয়ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 
বুধবার তার বিয়ের দিন ধার্য ছিল। নিজের বিয়ের দাওয়াত কার্ড নিয়ে পাশের একটি স্কুলে যাওয়ার পথে চৌরাস্তা এলাকার একটু সামনে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই শিক্ষিকা নিহত হন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]