logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
দুদক মহাপরিচালক শিক্ষা অর্জনে শিশু যেন নির্যাতনের শিকার না হয়
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আ ন ম আল ফিরোজ বলেছেন, শিশুরা যেন কোনো ক্রমেই শিক্ষা অর্জন করতে গিয়ে শারীরিক কিংবা মানসিক নির্যাতনের শিকার না হয়, এজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ওদের সুন্দরভাবে গড়ে ওঠার জন্য সৃষ্টি করতে হবে এক অনুকূল পরিবেশ। লক্ষ্য রাখতে হবে শিক্ষা অর্জন যেন শিশুদের কাছে বিরক্তিকর না হয়। শনিবার পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাম্য খেলাঘর আসরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সুফিয়ান হিরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মোমিন, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর শিশু সংগঠক জহিরুল ইসলাম জহির, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক এনামুল হক ও অভিভাবক আবুল কাসেম প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]