logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
এলাকাবাসীর মানববন্ধন কীর্তনখোলা থেকে বালু উত্তোলন বন্ধে স্মারকলিপি
বরিশাল ব্যুরো

বরিশালে স্পিডবোটের তীব্রতায় নদীভাঙন ও নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হছে। শনিবার সকালে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কীর্তনখোলা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শেষে স্থানীয় সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপিকে স্মারকলিপি প্রদান করে চরবাড়িয়া ইউনিয়নবাসী। জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক নূর আলম খান বাপ্পির সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ, সাবেক উপসচিব আবদুস সবুর, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব ইসলাম দুলাল, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা আবদুল জব্বার প্রমুখ।
দুপুর ১টায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপিকে স্মারকলিপি প্রদান করেন ইউনিয়নবাসী। এ সময় তারা নদীতে অবৈধ স্পিডবোট-ড্রেজার চলাচল বন্ধের দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]