
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০ | |
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দুটি মণিপুরী ভাষা শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে নগরীর নয়াবাজার কুশিঘাট এলাকায় ‘নয়াবাজার মণিপুরী ভাষা শিক্ষাকেন্দ্র’ এবং ‘লালাদীঘির পাড় মণিপুরী ভাষা শিক্ষাকেন্দ্র’ নামক দুটি মনিপুরী ভাষা শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করা হয়।
ভাষা শিক্ষাকেন্দ্র উদ্বোধন উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মণিপুরী নারী-পুরুষ নয়াবাজার মণিপুরীপাড়ায় উপস্থিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সিলেট বিভাগের সভাপতি অনিল কিষন সিংহের সভাপতিত্বে এবং মণিপুরী শিক্ষার্থী দিপীকা সিনহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মণিপুরী ভাষা শিক্ষাকেন্দ্র পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (একডো) নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মনিপুরী কবি ও লেখক নমব্রম শংকর সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী রতন সিংহ, কুমারধন সিংহ, ব্রজমোহন সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীকান্ত সিংহ বলেন, একটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় একডো ২০১৫ থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় আরও তিনটি মণিপুরী ভাষা শিক্ষাকেন্দ্র পরিচালনা করে আসছে। এ ধারাবাহিতকায় সিলেটেও দুটি কেন্দ্র চালু করা হলো।
ভাষার গুরুত্ব অনুধাবন সিলেটে মণিপুরী
করে ১৯৭৯ সালে মণিপুর রাজ্যের অ্যাসেম্বলি কর্তৃক ‘মণিপুরী অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট-১৯৭৯’ বিল পাস করা হয়। এরপর থেকেই অদ্যাবধি এটি ভারতের মণিপুর রাজ্যের রাজ্য ভাষা হিসেবে প্রচলন হয়ে আসছে। সর্বশেষ ১৯৯২ সালের ২০ আগস্ট ভারত সরকার মণিপুরী ভাষাকে ভারতের সংবিধানে অষ্টম তফসিলভুক্ত একটি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |