logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
নিজের ভাষা বাঁচাতে হলে বিদেশি ভাষা জানতে হবে বললেন জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, নিজের ভাষা বাঁচাতে হলে বিদেশি ভাষা জানতে হবে। তিনি বলেন, মাতৃভাষার প্রতি প্রীতি মানে অন্য ভাষার প্রতি অপ্রীতি নয়। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হলেও ইংরেজি ভাষায় দক্ষ হতে হয়। আবার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতেও ইংরেজি ভাষায় দক্ষ হতে হয়। 
শনিবার বিকালে জাপা চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাপার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে জাপা চেয়ারম্যান বলেন, নিজের ভাষার সম্মান রক্ষা করতে বাঙালি জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আর সেই গৌরবোজ্জ্বল ত্যাগের স্বীকৃতিস্বরূপ আমাদের শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তিনি বলেন, বাহান্নর ভাষা আন্দোলনেই আমাদের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয়েছিল। ভাষা আন্দোলনই বাঙালি জাতিকে লড়াই সংগ্রাম করতে অনুপ্রেরণা শিখিয়েছে। 
জিএম কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সর্বস্তরে বাংলাভাষার প্রচলন করতে আইন করেছেন, অনেকাংশে বাস্তবায়ন করেছিলেন। তিনি ভাষা শহীদ পরিবারকে পুনর্বাসনে কাজ করেছেন। প্রকৃত নকশা অনুযায়ী  কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ নিজের ভাষা বাঁচাতে হলে বিদেশি

করেছেন। পল্লীবন্ধুর এ অবদান আমাদের জন্য গৌরবের। আলোচনা সভায় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।
অনুষ্ঠানের শেষে জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে মেহেদী হাসান হাওলাদার, জামাল হোসেন, নাসির উদ্দিন ও ভিপি কাইউমের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টির অর্ধশত নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। জাপা চেয়ারম্যান ও মহাসচিব দলে যোগদানকৃত নেতাদের স্বাগত জানান।
২৫ বইয়ের মোড়ক উন্মোচন : আজ বিকাল ৪টায় পাবলিক লাইব্রেরি ভিআইপি সেমিনার হলে ভিন্নমাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত ২৫ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]