logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
অবৈধ অনুপ্রবেশ
বঙ্গোপসাগর থেকে ২৪ শ্রীলঙ্কান জেলে আটক
চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় শ্রীলঙ্কার ২৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী। পরে তাদের নামে সামুদ্রিক মৎস আইন ও বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। আটক জেলেরা হলেন টি মানজুলা ডি সিলভা, কে জানাত, জিহান, টি পেসান্না, পি আনতুনি, নিমেষ, ডিনেশ ডামিরা, সামন্তকুমার
লর্ড জান্দিমার, টি নিরোশন, ডি মানচ, ডিনেশ লাসাংতে, প্রদীপ, লীসান্তজায়া, সামন কুমার, গায়ান, আরপি ডিপিপি, নিশান, নিদুশান, ওয়াচিরে, জুসান্ত কুমার, উদয় কুমার, দানুকা প্রভা ও দিপাল কুমার। তাদের কাছ থেকে চারটি ফিশিং বোট, ইঞ্জিন ও মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল জানান, নৌবাহিনীর সদস্যরা ২৪ জন শ্রীলংকান জেলেকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের খবর পেয়ে নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে যায়। পরে চারটি ফিশিং বোটসহ ২৪ শ্রীলঙ্কান নাগরিক জেলেকে আটক করা হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]