logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
নিখোঁজের দেড় বছর পর ফিরলেন র‌্যাবের সাবেক অধিনায়ক
নিজস্ব প্রতিবেদক

নিখোঁজের প্রায় দেড় বছর পর নিজ বাসায় ফিরেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সাবেক অধিনায়ক লে. কর্নেল হাসিনুর রহমান। শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর মিরপুরের নিজ বাসায় ফিরে আসেন তিনি। এত দিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় পরিবার কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে কিছু জিজ্ঞাসা করেননি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, 
শুক্রবার রাতে হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার ফোন দিয়ে জানান, হাসিনুর বাসায় ফিরে এসেছেন। সুস্থ আছেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তার চিকিৎসা প্রয়োজন। তাই হাসিনুরকে চিকিৎসকের কাছে নেওয়া হবে। এসআই আরও বলেন, এখনও তার সঙ্গে দেখা করিনি। তিনি কিছুটা স্বাভাবিক হলে তার সঙ্গে কথা বলব। তিনি বাসার বাইরে আছেন। স্বজনরা তার সঙ্গে রয়েছেন। 
হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার জানান, শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে কোনো একটি সময়ে তার বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখেন সামনে হাসিনুর। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন হাসিনুর। তবে এত দিন তিনি কোথায় ছিলেন সে সম্পর্কে কিছুই বলেননি। পরিবারও জানতে চায়নি। তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারেÑ এমন কোনো কিছুই পরিবার জিজ্ঞাসা করতে চাইছে না। হাসিনুর ফেরত এসেছেনÑ এটাই আমাদের পরিবারের জন্য বড় বিষয়। সবার কাছে দোয়া প্রার্থী।
শামীমা আক্তার আরও জানান, ফেরার সময় হাসিনুরের প্রেসার বেশি ছিল। প্রেসারের ওষুধ দেওয়া হয়েছে। এখন বিশ্রাম নিচ্ছেন। সে নিয়মিত চেকআপের মধ্যে ছিল অতীতে। তার সেই নিয়মিত চেকআপের জন্য চিকিৎসকের কাছে নিতে হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ আগস্ট রাত ১০টার দিকে মিরপুরের পল্লবীর ডিওএইচএসের বাসার সামনে থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় হাসিনুরকে। তিনি র‌্যাব-৫ ও র‌্যাব-৭ এর সাবেক কমান্ডিং অফিসার (অধিনায়ক) ছিলেন। সেনাবাহিনীতে চাকরির সময় রাষ্ট্রদ্রোহের মামলায় দণ্ডিত হয়ে ৫ বছরের জেল খেটে ২০১৪ সালে মুক্তি পেয়েছিলেন। এছাড়া বিজিবিতেও বেশকিছু দিন দায়িত্ব পালন করেন তিনি।
গেল বছরের ৯ আগস্ট হাসিনুর রহমানের নিখোঁজের বিষয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছিলেন, হাসিনুর রহমানের নিখোঁজের বিষয়টি নলেজে আছে। এ বিষয়ে আমরা কাজ করছি। আমাদের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে। হাসিনুর রহমানের নিখোঁজ হওয়ার বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা র‌্যাবকে জানাতে অনুরোধ করেছিলেন তিনি।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]