logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ২৩, ২০২০
মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৬২, আক্রান্ত ৭৮ হাজার
৩২ দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস
আলোকিত ডেস্ক

করোনা ভাইরাসের ক্ষেত্রে চীন বা অন্য কোনো বিষয়ের সঙ্গে স্পষ্ট যোগসূত্র নিশ্চিত হতে না পারায় ভাইরাসটিতে আক্রান্তের কিছু সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডা. টেডরস আধানম গেব্রেয়াসাস। তিনি বলেছেন, ভাইরাসটিকে ঠেকানোর মতো সুযোগ সীমিত বা ‘সংকীর্ণ’ হয়ে আসছে। শনিবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, করোনা ভাইরাসে মৃত্যু এবং নতুন করে আক্রান্তের সংখ্যা কমে আসছে। কিন্তু দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান এবং অন্য দেশে এ সংখ্যা দ্রুত বাড়ছে। চীনসহ ৩২ দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এছাড়া জাপানের উপকূলে কোয়ারেন্টিন করে রাখা একটি আন্তর্জাতিক ক্রুজ জাহাজে ভাইরাসে আক্রান্ত ছয় শতাধিক আরোহী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বে এ ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ২ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চীনেই মারা গেছেন ২ হাজার ৩৪৫ জন। চীনের বাইরে ১৭ জন মারা গেছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটির মূল ভূখণ্ডে ৩৯৭ জনের শরীরে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৮৮৯ জন। চীনে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৭৬ হাজার ২৯১ জনে দাঁড়িয়েছে। সব মিলিয়ে সারা বিশ্বে এ পর্যন্ত অন্তত ৭৭ হাজার ৯৩৫ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ডঅমিটারস। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। চীনের বাইরে এবং জাপানে কোয়ারেন্টিন করে রাখা ক্রুজ শিপের বাইরে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে দেশটিতে। শনিবার দক্ষিণ কোরিয়া জানায়, সেখানে নতুন করে ২২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৩৩ জনে দাঁড়িয়েছে। এদিকে ৩২ জন ব্রিটিশ এবং ইউরোপিয়ান যাত্রী নিয়ে একটি ফ্লাইট জাপান থেকে রওনা করেছে এবং এটি শনিবার ইংল্যান্ডে অবতরণের কথা রয়েছে। শুক্রবার এএনএসএ সংবাদ সংস্থা বলেছে, ইতালির চিকিৎসকরা জানিয়েছেন যে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে দুজন মারা গেছেন। এর আগে ইতালি ঘোষণা করেছিল যে, দেশটিতে নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত এলাকায় স্কুল এবং অফিস বন্ধ থাকবে এবং খেলাধুলার সব কর্মকাণ্ড বাতিল করা হয়েছে। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসটি কোভিড-১৯ নামে শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি করে। ডব্লিউএইচওর প্রধান ডা. টেডরস বলেন, চীনের বাইরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ‘তুলনামূলকভাবে কম’ কিন্তু সংক্রমণের ধরন উদ্বেগজনক। যেসব সংক্রমণের ক্ষেত্রে প্রাদুর্ভাবের সঙ্গে কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে না অর্থাৎ প্রাদুর্ভাবের শিকার এলাকায় ভ্রমণ করার কোনো উল্লেখ নেই অথবা আগে কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসারও কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে না সেসব সংক্রমণ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। তিনি বলেন, ইরানে নতুন করে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঘটনা খুবই উদ্বেগজনক। নতুন করে যাতে প্রাদুর্ভাব শুরু না হয় তা ঠেকাতে দেশগুলোকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। বিবিসি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]