logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
অনুরোধে নিশীতা
বিনোদন প্রতিবেদক

পেশাগতভাবে সংগীতশিল্পী হওয়ার পর থেকে মিষ্টি কণ্ঠের নিশীতা বড়–য়াকে যতগুলো স্টেজ শোতে পারফর্ম করেছেন বলা যায় প্রত্যেকটি শোতেই তাকে তার প্রথম মৌলিক হিট গান ‘বন্ধু তোমায় মনে পড়ে’ গাইতে হয়েছে। শ্রোতা-দর্শকের অনুরোধেই তাকে গাইতে হয় বারবার। কারণ নিশীতার গাওয়া এ গানটি শ্রোতা-দর্শকের কাছে ভীষণ প্রিয় একটি গান। তবে শ্রোতা দর্শকের অনুরোধের তালিকায় এবার যেন আরও বেশ কয়েকটি গান যুক্ত হয়েছে। স্যালন মিউজিক লাউঞ্জের ইউটিউব চ্যানেলে পার্থ বড়–য়ার রি-অ্যারেঞ্জমেন্টে নিশীতা বড়–য়ার কণ্ঠে লতা মুঙ্গেশকরের ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব’ এবং আরতি মুখার্জির গাওয়া ‘তখন তোমার একুশ বছর বোধহয়’ গান দুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে নতুন করে এ বাংলায়। আবার কিছুদিন আগে শ্রাবন্তী মুখার্জির গাওয়া ‘কপালে আগুন জ¦লে না’ গানটিও কাভার সং হিসেবে গেয়েছেন নিশীতা বড়–য়া। যে কারণে এ গানগুলোর আবারও জনপ্রিয়তার কারণে নিশীতা বড়–য়াকে শ্রোতা-দর্শকের অনুরোধে অবশ্যই গাইতে হয় স্টেজশোগুলোতে। গেল ২০ ফেব্রুয়ারি নিশীতা বড়–য়া গিয়েছিলেন ভারতের আগরতলায়। সেখানকার দর্শক-শ্রোতাদের অনুরোধে নিশীতাকে গাইতে হয়েছিল আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, তখন তোমার একুশ বছর বোধয় ও বন্ধু তোমায় মনে পড়ে। মূলকথা নিশীতার কণ্ঠে জনপ্রিয় গানগুলোই শ্রোতা-দর্শক বারবার শুনতে চান। সময় স্বল্পতার জন্য আগরতলায় নিশীতা বড়–য়াকে এই তিনটি গান শ্রোতা-দর্শককে শুনিয়ে তাদের মুগ্ধ করে স্টেজ থেকে নামতে হয়। নিশীতা বলেন, ‘খুব অল্প সময় পেয়েছিলাম আগরতলার দর্শককে গান শোনাতে। এই অল্প সময়ের মধ্যেই এই তিনটি গান আমাকে শোনাতে হয়েছে। মঞ্চ থেকে দর্শক গ্যালারি অনেক দূরে থাকলেও তারা যে গান বেশ আগ্রহ নিয়ে মন ভরে উপভোগ করেছেন তা অনুভব করতে পেরেছি। শুধু তাই নয়, সেখানকার চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেব আমার গাওয়া গানগুলো ভিডিও করে তার ফেসবুকে শেয়ারও করেছেন। এটা আমার জন্য বাড়তি ভালোলাগার। আর আগরতলায় অল্প সময়ের মধ্যেই দর্শকের কাছে যে সাড়া পেয়েছি তাতে মুগ্ধ আমি।’ এদিকে নিশীতা জানান, শিগগিরই তিনি সেলন মিউজিক লাউঞ্জের জন্য নতুন আরেকটি গান কাভার সং হিসেবে গাইবেন। তবে কোন শিল্পীর গান গাইবেন তা এখনও চূড়ান্ত নয়। এদিকে একদিন আগেই স্বরলিপির কণ্ঠে ‘নিঝুম সন্ধ্যায়’ গানটি সেলন মিউজিক লাউঞ্জো ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নিশীতা সবসময়ই স্বরলিপির গায়কীর ভীষণ প্রশংসা করেন। স্বরলিপির কণ্ঠে লতা মুঙ্গেশকরের গাওয়া এ গানটিও নিশীতার ভীষণ ভালোলেগেছে বলে জানান নিশীতা। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]