logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
‘দাদা’-র বায়োপিক বড় পর্দায় নিয়ে আসছেন করণ জোহর
বিনোদন ডেস্ক

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসে পৌঁছে গেলেন করণ জোহর। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বললেন দীর্ঘক্ষণ। এরপরই উত্তাল বলিউডের অন্দর। আসছে সৌরভের বায়োপিক? প্রধান চরিত্রেই বা কে? বিশেষ সূত্র থেকে জানা গেছে, শুক্রবারই মুম্বাই পৌঁছেছিলেন মহারাজ। সামনেই আইপিএল। এ নিয়ে কথা বলতেই তার মুম্বাই সফর। এদিকে দাদা পৌঁছতেই বিসিসিআই অফিসে চলে গিয়েছেন পরিচালক করণ জোহরও। অন্যদিকে তাদের মিটিংকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। শোনা যাচ্ছে, দাদারও নাকি আপত্তি নেই বায়োপিকে। চলছে লিড কাস্টিংয়েরও খোঁজ। হাজার হোক সৌরভের বায়োপিক বলে কথা! তার জীবনের ওঠা-নামা, বিতর্ক, কামব্যাক সবই থাকবে সে ছবিতেÑ আভাস মিলেছে এরই মধ্যে। এখনও পর্যন্ত মুখ খোলেননি করন এবং সৌরভ। তবে সৌরভের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রায় দু’বছর ধরেই দাদার বায়োপিক বানানোর কথা চলছে। নানা প্রস্তাবও আসছে। এই মিটিংয়েও বায়োপিক বানানো নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। যদিও এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি বলেই শোনা গেছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]