প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০ | |
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করছে প্রেস কনফারেন্সের মাধ্যমে। একই সঙ্গে ব্র্যান্ডটি বাংলাদেশে লোকাল ফ্যাক্টরি স্থাপন করেছে। প্রযুক্তিনির্ভর ব্র্যান্ড হিসেবে রিয়েলমি ‘ডেয়ার টু লিপ’-এর অভিজ্ঞতা দিয়ে আসছে উন্নতধারার প্রোডাক্টস ও সার্ভিস দিয়ে। বর্তমানে কোম্পানিটি বাংলাদেশের তরুণদের একইভাবে প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার সঙ্গে পরিচয় করতে প্রতিজ্ঞাবদ্ধ।
ডেয়ার টু লিপ সেøাগানকে পুঁজি করে তারা বিভিন্ন প্রোডাক্ট এনে আন্তর্জাতিকভাবে তরুণ প্রজন্মকে অপ্রত্যাশিত ও বিস্ময়কর অভিজ্ঞতার সুযোগ দিয়ে আসছে। রিয়েলমি আন্তর্জাতিক স্মার্টফোন বাজার ও তরুণদের চাহিদার ওপর দৃষ্টি রেখে কাজ করে। যা তাদের অবিশ্বাস্য ভালো পারফরম্যান্স ও ট্রেন্ডি ডিজাইনের প্রোডাক্টের জন্য দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে গড়ে তুলেছে।
আন্তর্জাতিকভাবে রিয়েলমি মোট ৯টি স্মার্টফোনে মডেল লঞ্চ করেছে, যার মধ্যে আছে রিয়েলমি থ্রি সিরিজ, রিয়েলমি ফাইভ সিরিজ, রিয়েলমি সি সিরিজ এবং রিয়েলমি এক্স সিরিজ। ২০১৯ সালে এসব প্রোডাক্ট ৬০টির বেশি আন্তর্জাতিক খ্যাতিমান অ্যাওয়ার্ড জিতে নেয়, যা কোম্পানিটির ব্র্যান্ড ও প্রোডাক্ট অভিজ্ঞতাকে নতুন মাত্রার স্বীকৃতি এনে দিয়েছে।
প্রতিষ্ঠার ১৮ মাসের মধ্যেই রিয়েলমি সেরা ৭ ও অতি দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাপী রিয়েলমি ইউজার ২ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে, যা প্রতি বছর ৫০০ শতাংশ হারে বাড়ছে। একইসঙ্গে বিশ্ব স্মার্টফোন বাজারের ২২টি দেশে অল্প সময়ের মধ্যে প্রবেশ করে ও ধীরে ধীরে বৈশ্বিক বাণিজ্যিক কৌশল রপ্ত করে শীর্ষ ৫ মোবাইল হিসেবে স্বীকৃতি লাভ করে। কাস্টমারদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন চমক নিয়ে আসায় রিয়েলমি অতি দ্রুত সমগ্র পৃথিবীতে পরিচিতি পাচ্ছে।
রিয়েলমি ফাইভজি প্রযুক্তি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ও সহজলভ্য করার লক্ষ্যে সাশ্রয়ী ও মনকাড়া ডিজাইনের ফাইভজি স্মার্টফোন নিয়ে এসেছে। নতুন ব্র্যান্ড হিসেবে রিয়েলমি কোয়ালকমের সাপ্লাই চেইনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে, যা তাদের আন্তর্জাতিক গ্রাহকদের নিকট সবচেয়ে উন্নত প্রযুক্তি ও এআইওটি পণ্য এনে দিতে সহায়তা করছে। এ বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রিয়েলমি দুটি ফাইভজি স্মার্টফোন, রিয়েলমি এক্স ফিফটি ও রিয়েলমি এক্স ফিফটি প্রো বাজারে আনে।
ডেয়ার টু লিপ-এর চেতনায় উদ্বুদ্ধ রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স ও কৌশলগত পণ্যের সমন্বয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে বিভিন্ন মূল্যের স্মার্টফোনে এনে দিয়ে বাংলাদেশের মোবাইল বাজারে নতুন ধারার পথপ্রদর্শক হওয়ার সূচনা করবে।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |