logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
বসুন্ধরার স্বস্তির জয়
স্পোর্টস রিপার্টার

প্রথমার্ধে জোড়া গোল করলেন মোহাম্মদ ইব্রাহিম। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ালেন ড্যানিয়েল কলিন্দ্রেস সোলেরা। পরে দুই গোল শোধ করে ঘুরে দাঁড়াল ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা কিংস।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রিমিয়ার লিগে ৩-২ গোলে জেতেন শিরোপাধারীরা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ৭। টানা দুই ড্রয়ের পর লিগে প্রথম হারের স্বাদ পেল ব্রাদার্স। প্রথমার্ধের শেষ দিকে ইব্রাহিমের দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা কিংস। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা এ ফরোয়ার্ড তিন ডিফেন্ডারকে ছিটকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে বিপলুর ছোট পাস ধরে কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্দ্রেস সোলেরা বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করলে বড় জয়ের পথে ছুটতে থাকে কিংস। ৬৩ মিনিটে মোবারকের ক্রস বুক দিয়ে নামিয়ে নাইজেরিয়ার ফরোয়ার্ড কিংসলে চিগোজি লক্ষ্যভেদ করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাদার্স। ৭৬ মিনিটে অরুপ বৈদ্যর হেডে আনিসুর রহমান জিকো পরাস্ত হলে জমে ওঠে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ব্রাদার্স

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]