প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০ | |
৩০ বছরের খরা কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পথে দুর্বার গতিতে এগিয়ে চলেছে লিভারপুল। চোখ ধাঁধানো ছন্দে থাকা দলটি ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও তুলে নিয়েছে দুর্দান্ত জয়। মোহামেদ সালাহ ও সাদিও মানের নৈপুণ্যে ম্যানচেস্টার সিটির টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তিও তারা ছুঁয়েছে।
ঘরের মাঠ অ্যানফিল্ডে ৩-২ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। ২৭ ম্যাচে দলটির পয়েন্ট বেড়ে হয়েছে ৭৯। সমান ম্যাচ খেলে ২২ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। তাই বাকি ১১ ম্যাচের চারটিতে জিতলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই ১৯৯০ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলবে লিভারপুল।
চলতি লিগে এটি লিভারপুলের ২৬ জয়। সবশেষ ১৮ ম্যাচেই জয় পেয়েছে তারা। ম্যানচেস্টার সিটি টানা ১৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল ২০১৭ সালে। সিটিজেনদের ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ এখন লিভারপুলের সামনে। শনিবার পয়েন্ট তালিকার ১৯ নম্বরে থাকা ওয়াটফোর্ডের মাঠে খেলতে যাবে তারা। এদিন নবম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের ক্রসে জর্জিনিয়ো ওয়াইনালডামের লক্ষ্যভেদে এগিয়ে যায় লিভারপুল।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |