logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
খালেদার মুক্তি দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও রুহুল কবির রিজভীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁঁইয়া জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে শফিউল বারী বাবু বলেন, শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সময় অতিবাহিত করছি। দেশে এখন মানুষের ন্যূনতম নিরাপত্তা নেই। যিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে সাহসিকতার সঙ্গে জীবনের সিংহভাগ ব্যয় করেছেন, আমাদের সেই নেত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক ময়দানে পরাস্ত করতে সক্ষম না হয়ে ক্ষমতাসীন অগণতান্ত্রিক অপশক্তি মিথ্যা মামলায় ফাঁসিয়ে আদালতের রায়ের দোহাই দিয়ে কারারুদ্ধ করে রেখেছে।
তিনি বলেন, দেশনেত্রীর শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা না হলে যে কোনো সময় অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যেতে পারে। সেজন্য বর্তমান শাসকগোষ্ঠীকেই দায়ী হতে হবে। তাই জনগণের দাবি, খালেদা জিয়াকে এখনই মুক্তি দেওয়া হোক।
এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্মসাধারণ সম্পাদক সাদরেজ জামান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ, দক্ষিণের সিনিয়র সহসভাপতি রফিক হাওলাদার প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]