logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
১২ ঘণ্টা বিলম্বের পর আবুধাবির ফ্লাইটের যাত্রা
ঘন কুয়াশা
চট্টগ্রাম ব্যুরো

ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ ঘণ্টা বিলম্ব করে মঙ্গলবার সকালে যাত্রা করেছে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে বিজনেস ক্লাসের একজন ও ইকোনমি ক্লাসের মোট ২৭৪ জন যাত্রীকে ১২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, ঘন কুয়াশার কারণে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৭ ফ্লাইটটি সোমবার রাতে যেতে পারেনি। মঙ্গলবার সকালে আকাশ পরিষ্কার হলে উড্ডয়ন করা হয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি ১২৭ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫ মিনিটে উড্ডয়নের শিডিউল ছিল। সে অনুযায়ী যথাসময়ে যাত্রীদের ইমিগ্রেশনসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে বিমানবন্দর এলাকায় ভিজিবিলিটি কমে যাওয়ায় ফ্লাইটটি যায়নি। যাত্রীরা জানান, কুয়াশার কারণে ফ্লাইট ঢিলে হলেও সারা রাত বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষার প্রহর গুণতে হয়েছে তাদের।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]