logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
মোহাম্মদপুর থানা হেফাজতে অসুস্থ নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর থানা হাজতে অসুস্থ নারী জ্যোৎস্না ওরফে লিমার (৩৫) মৃত্যু হয়েছে। সোমবার রাতে থানা হাজতে অসুস্থ হওয়ায় তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছিল। ভোর পৌনে ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ। 
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহেদুল ইসলাম বলেন, মোহাম্মদপুরের নূরজাহান রোডে ডি-টাইপ কলোনির একটি ফ্ল্যাটে পতিতাবৃত্তি হচ্ছেÑ ৯৯৯ নম্বরে এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিনা, জ্যোৎস্না, শাহিনুর নামের তিন নারী ও সোহাগ নামের এক ব্যক্তিকে সেখানে পায়। চারজনকে থানায় নেওয়ার পর তিন নারীকে আলাদা হাজতে রাখা হয়। রাত ৩টার পর জ্যোৎস্না অসুস্থ হয়ে পড়লে পুলিশ দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করার পর ডাক্তার জানান জ্যোৎস্না মারা গেছেন।
সরকারি বরাদ্দপ্রাপ্ত কলোনির বাসাটি সেলিনার জানিয়ে তিনি বলেন, তার স্বামী অনেক আগেই মারা গেছেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী কলেজ অধ্যক্ষ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা সেলিনার বিরুদ্ধে মানব পাচারের দুইটি মামলাও রয়েছে বলে জানান ওয়াহেদুল ইসলাম। আর স্বামী পরিত্যক্তা জ্যোৎস্না থাকতেন মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]