logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
বরিশালে শ্রেষ্ঠ পাঁচ জয়িতা সংবর্ধিত
বরিশাল ব্যুরো

জীবন সংগ্রামে নানা চড়াই-উৎরাই পেরিয়ে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধিত করা হয়েছে। এ পাঁচজন ২০১৮-১৯ বছরে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও অর্থ প্রদান করে সংবর্ধিত করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম ফরিদা পারভীন। বিশেষ অতিথি ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালক (যুগ্ম সচিব) মো. ফখরুল কবির, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী। 
সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা (অব.) শাহ সাজেদা বেগম, বরিশাল মহিলা পরিষদ সভাপতি রাবেয়া খাতুন, বরিশাল জেলা সাবেক মহিলাবিষয়ক কর্মকর্তা রাসিদা বেগম।
প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব বেগম ফরিদা পারভীন বলেন, আমরা প্রত্যেকে দেশের একজন করে জয়িতা। পুরুষদের পাশাপাশি মহিলারা সমানতালে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এ দেশে নারীদের আর  পেছনে ফিরে তাকাতে হবে না। 
বরিশাল বিভাগে পাঁচ ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী পটুয়াখালী পৌর শহরের শেরেবাংলা সড়কের মোসাম্মৎ শাহিনুর আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বরিশাল নগরীর জীবননান্দ দাশ সড়কের আবদুল জলিলের স্ত্রী হাসিন আরা বেগম, সফল জননী নারী ক্যাটাগরিতে বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত আবদুল মজিদের স্ত্রী হালিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামের আ. মজিদ হাওলাদারের স্ত্রী মনোয়ারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জগৎপট্টি গ্রামের মোসাম্মৎ নয়ন তারা। এছাড়া বিভাগের আরও ২৫ জন জয়িতাকে সম্মাননা ও অর্থ প্রদান করার মাধ্যমে তাদের সহযোগিতা করা হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]