logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
না.গঞ্জে মৃত্যু বেড়ে ৫
গ্যাস জমে অগ্নিদগ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাটবাসায় গ্যাস জমে অগ্নিদগ্ধদের মধ্যে আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরণ মিয়া। এর আগে সোমবার মধ্যরাতে মারা যায় কিরণ মিয়ার অপর ছেলে ১২ বছরের আপন। সব মিলিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা পাঁচে দাঁড়াল।
মর্মান্তিক এ গ্যাস বিস্ফোরণের ঘটনায় একেবারেই শেষ হয়ে গেছে একটি পরিবার। সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার একটি পাঁচতলা বাড়ির নিচের তলায় পরিবারটি ভাড়া থাকত। ১৭ ফেব্রুয়ারি ভোর ৫টায় রান্না ঘরে গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। রাতে রান্নার চুলা বন্ধ না করে ওই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। দরজা-জানালা বন্ধ থাকায় চুলা থেকে গ্যাস বের হয়ে ঘরের ভেতর জমা হয়। ভোর ৫টায় রান্না ঘরে গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের আটজন দগ্ধ হন। দগ্ধদের স্থানীয়রা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃদ্ধা নূরজাহান বেগম, তার ছেলে কিরণ ও কিরণের ছেলে আবুল হোসেন ইমন। এবার আরও দুইজন মারা গেলেন। এখনও হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তারা হলেন কিরণের ভাগ্নে কাউছার, হিরনের স্ত্রী মুক্তা ও তার দুই বছরের শিশুকন্যা ইলমা। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে আরও তিনজন চিকিৎসাধীন। তাদের বাড়ি নরসিংদী শিবপুর উপজেলার কুমড়াদি গ্রামে। সাইনবোর্ডে ‘নরসিংদী গার্মেন্টস’ নামে একটি গেঞ্জির কারখানা আছে তাদের। আর ওই কারখানারই শোরুম ঢাকার গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]