logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
না.গঞ্জে ৬ হাজার গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৬ হাজার গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁ, গোবিন্দকুল, ফনকুল, শাসনেরবাগ ও বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় দাসেরগাঁ থেকে লাঙ্গলবন্দের প্রেমতলা পর্যন্ত ৫ কিলোমিটার অবৈধ পাইপ লাইন উপড়ে ফেলা হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ডেপুটি ম্যানেজার মেজবাউল ইসলাম, সহকারী ডেপুটি ম্যানেজার সারোয়ার হোসেন, কর্মকর্তা মিজানুর রহমান ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বন্দর থানা পুলিশের একটি দল গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ কাজে সহযোগিতা করেন। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ, বারপাড়া, শাসনেরবাগ, ফনকুল, দাসেরগাঁ, গোবিন্দকুল এলাকায় অবৈধভাবে পাইপ লাইন স্থাপন করে সংযোগ নিয়ে দীর্ঘদিন অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]