logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জালের অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার দাপা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবের বিরুদ্ধে এবার স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে চার সদস্যের এডহক কমিটির অনুমোদন করিয়ে নিয়েছেন। এ জালিয়াতি করায় কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বেতন-ভাতা (এমপিও) বন্ধ করার সুপারিশ করা হবে না, তা সাত দিনের মধ্যে প্রধান শিক্ষক আহসান হাবিবকে ব্যাখ্যা দিতে নোটিশ পাঠিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল মনছুর ভূঁইয়া। এ নিয়ে মঙ্গলবার শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।

প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রেরিত ব্যাখ্যা চাওয়ার নোটিশটি সোমবার দুপুরে জেলা শিক্ষা কর্মকর্তা আমাকে তার কার্যালয়ে ডেকে নিয়ে দিয়েছেন। আমি লিখিতভাবে ব্যাখ্যা দেব। তবে আমি কারও স্বাক্ষর জাল করিনি। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক আহসান হাবিবের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি এখন আমার স্বাক্ষর জাল করে এডহক কমিটির অনুমোদন নিয়ে এসেছেন। বিষয়টি বোর্ড জানতে পেরে তাকে এর ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে। নোটিশটি আমার কাছে এলে আমি তাকে ডেকে এনে তার হাতে দিয়েছি। যদি এ নোটিশ মিথ্যা হয়, তাহলে তিনি বোর্ডে যাচাই করতে পারেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]