প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০ | |
কুষ্টিয়ার দৌলতপুর থানায় কোদালের কোপে নৃশংসভাবে মাকে হত্যার অভিযোগে বাবার দায়ের করা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে আদালতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদারের ছেলে জুয়েল সরদার ওরফে জুয়েল রানা। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর জমিসংক্রান্ত দ্বন্দ্বে সৃষ্ট পারিবারিক কলহের জের ধরে উত্তেজনার এক পর্যায়ে আসামি জুয়েল রানা, তার মা বানেরা খাতুন ওরফে বানুকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় হাসুয়া ভেঙে গেলে পাশে থাকা কোদাল দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত বানেরা খাতুনের স্বামী এবং আসামি জুয়েল রানার বাবা আজিজুল সরদার দৌতলপুর থানায় একমাত্র আসামি ছেলে জুয়েল রানার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, আদালতে চার্জশিট দিলে একই বছরের ১৯ জুনে অভিযোগ গঠনপূর্বক সাক্ষ্য, শুনানি ও বিচারকার্য শুরু করেন আদালত। নিহত মা বানেরা খাতুনের ছেলে আসামি জুয়েল রানার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় হত্যার দায়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |