প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০ | |
ঢাকার আশুলিয়ায় ফুটওভার ব্রিজে স্কুলছাত্র বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হওয়ার ঘটনায় দোষীদের বিচার দাবিতে মঙ্গলবার নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করে বাড়ইপাড়ায় অঞ্জনা মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্ট হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা জানায়, রোববার সন্ধ্যায় জোনায়েদ হোসেন ইমন নামে এসএসসি পরীক্ষার্থী ফুটওভার ব্রিজ দিয়ে পার হওয়া সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়। মূলত ঠিকাদার ও পল্লী বিদ্যুতের খামখেয়ালিতে ফুটওভার ব্রিজের সঙ্গে লাগানো বিদ্যুতের খুঁটি সরানো হয়নি। সম্পূর্ণ কাজ শেষ না করে অনিরাপদ রেখেই ব্রিজটি উন্মুক্ত করে দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ইমন হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক আজাহার আলী বলেন, আমরা দুই-তিন দিন আগে থেকেই বিদ্যুতের তার ও খুঁটি সরানোর কাজ করছি। সেখানে ৩৩ কেভির তিনটি লাইন রয়েছে। কিন্তু ঠিকাদার ও সড়ক বিভাগ তাদের কাজ শেষ করেনি। এ বিষয়ে জানতে সড়ক ও জনপথের মানিকগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |