logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
ক্ষমতায় গেলে পিলখানা হত্যার সুষ্ঠু বিচারের উদ্যোগ নেব- মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক

বিএনপি ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে পিলখানা হত্যাকা-ের নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচারের উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওই হত্যাকা-ের একাদশ বার্ষিকীতে মঙ্গলবার বনানী কবরস্থানে ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ফখরুল বলেন, বিডিআর হত্যাকা-ে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা বলেছেন, এ বিচার সুষ্ঠু হয়নি। ঘটনা নিয়ে সেনাবাহিনী থেকে ওই সময় যে তদন্ত কমিটি করা হয়েছিল, তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি। আমরাও মনে করি, এ বিচার সুষ্ঠু হয়নি। আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে অবশ্যই এর নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচারের উদ্যোগ নেব।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ দেখা দেয়। রক্তাক্ত সেই বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। বিদ্রোহের বিচার হয় বাহিনীর নিজস্ব আদালতে। সেখানে ৬ হাজার জওয়ানের কারাদ- হয়। বিদ্রোহের বিচারের পর পিলখানা হত্যাকা-ের মামলার বিচার শুরু হয় সাধারণ আদালতে। ঢাকা জজ আদালত ২০১৩ সালে দেওয়া রায়ে ১৫২ জনকে মৃত্যুদ- এবং ১৬০ জনকে যাবজ্জীবন কারাদ- দেন। এছাড়া ২৫৬ আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদ- ও অর্থদ- দেয়। ২০১৭ সালে দেওয়া রায়ে ১৩৯ আসামিকে মৃত্যুদ- বহাল রাখেন হাইকোর্ট। ১৮৫ জনকে হাইকোর্ট যাবজ্জীবন কারাদ- দেন, তিন থেকে ১০ বছরের সাজা দেন ২২৮ জনকে।
ওই হত্যাকা-কে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই এ হত্যাকা- সংঘটিত হয়েছে। আজকে আমাদের স্বাধীনতা বিপন্ন, গণতন্ত্র নেই। গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে।
সকাল ১০টা ৪০ মিনিটে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের নেতারা স্মৃতিসৌধে ফুল দেন। তারা নিহত সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে সেখানে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, রুহুল আলম চৌধুরী, ফজলে এলাহী আকবর, শাহজাহান, মিজানুর রহমান, সারোয়ার হোসেন ও সাবেক বিমান বাহিনীপ্রধান আলতাফ হোসেন চৌধুরী এবং কোহিনুর হোসেন নূর ও শামীমুর রহমান খান উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]