logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
ভোলা বাগেরহাট ও পিরোজপুরে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন
অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি
আলোকিত ডেস্ক

সড়ক-মহাসড়কে নসিমন, করিমন, থ্রি হুইলার, ভাড়ায়চালিত মোটরসাইকেল, বিভিন্ন নামধারী অবৈধ বাস-কোচ ও সরকারি নিয়মবহির্ভূত বিআরটিসি যানবাহন চলাচল বন্ধের দাবিতে ভোলা, বাগেরহাট এবং পিরোজপুরে বাস মালিক-শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

ভোলা : ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সড়কে সোমবার জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা বাস মালিক সমিতির সহসভাপতি নুরুল আমিন মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম শফি, সদস্য নজুরুল ইসলাম জামাল প্রমুখ। মানববন্ধনে ভোলা বাস-মিনিবাস মালিক সমিতি ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ভোলার বাস চলাচলরত সড়ক ও আঞ্চলিক মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ভাড়ায়চালিত মোটরসাইকেল, বিভিন্ন নামধারী অবৈধ বাস-কোচ ও সরকারি নিয়মবহির্ভূত অবৈধ বিআরটিসি কোনো ধরনের নিয়মনীতি না মেনে চলাচল করছে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে সড়ক দুর্ঘটনাও ঘটছে। এজন্য এসব অবৈধ যানবাহন বন্ধ করতে হবে। যদি অতিদ্রুত সময়ে এসব অবৈধ যানবাহন বন্ধ না করা হয়, তাহলে সড়ক ও আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।
পিরোজপুর : পিরোজপুরে বাস মালিক ও শ্রমিকরা মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেন। শহরের বাইপাস সড়কে জেলা বাসস্ট্যান্ডের সামনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক আঞ্চলিক ঐক্য পরিষদের ব্যানারে জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র সহসভাপতি বাবুল হালদারের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য ডা. সিদ্দকুর রহমান, জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মো. হান্নান শেখ, রাজ্জাক ফকির প্রমুখ।
বাগেরহাট : বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের মহাসড়কগুলোয় অবৈধ নসিমন-করিমন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার বাগেরহাটের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনের সড়কে কয়েকশ’ মালিক ও শ্রমিক জড়ো হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল বাকি তালুকদার, বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউর রহমান মন্টু, মহিষপুরা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমানসহ মালিক শ্রমিক নেতারা। বক্তারা বলেন, মহাসড়কগুলোয় অবৈধ যানবাহন চলাচলের কারণে বাস মালিকরা যাত্রী পাচ্ছেন না। এতে বাস মালিকরা শ্রমিকদের বেতন দিতে পারছেন না। অবৈধভাবে এসব যানবাহন চলাচল করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা অবৈধ যানবাহন বন্ধ করতে রাস্তায় নেমেছি। দক্ষিণের জেলার মহাসড়কগুলোয় চলাচল করা এসব অবৈধ যানবাহন প্রশাসন বন্ধ না করলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দেব।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]