প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০ | |
৫০ গ্রাম হোরোইন রাখার দায়ে মঙ্গলবার মাদারীপুরের জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা মনির হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক সদর উপজেলার আদিত্যপুর গ্রামে লালচান মুন্সির ছেলে। সরকারি কৌশলী সিদ্দিকুর রহমান সিং বলেন, মাদারীপুর ডিবি পুলিশের এসআই মোবারক হোসেন ২০১৩ সালের ১৩ আগস্ট বিকালে হুগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে স্থানীয় জনগণের সহায়তায় দণ্ডপ্রাপ্তসহ জনৈক জাকির হোসেনকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |