প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০ | |
সেবার শর্তাবলিতে (টার্মস অব সার্ভিস বা টিওএস) পরিবর্তন আনছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। চলতি বছর ৩১ মার্চ থেকে কার্যকর হবে এ শর্ত। এরই মধ্যে গ্রাহককে বিষয়টি নিয়ে সতর্ক করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। গুগলের দাবি, এ আপডেটের মাধ্যমে ‘পাঠযোগ্যতা উন্নত হবে’ এবং ‘যোগাযোগ আরও ভালো হবে’। এর পাশাপাশি ক্রোম বা ওএস এবং গুগল ড্রাইভও আসবে নতুন টিওএসের আওতায়। খবর আইএএনএসের।
গোপনীয় নীতিমালায় কোনো পরিবর্তন আসবে না বলেও জানিয়েছে গুগল। গুগলের এক ই-মেইল নোটিফেকশনে বলা হয়েছে, আমরা আমাদের টার্মস অব সার্ভিস আপডেট করছি। ২০২০ সালের ৩১ মার্চ এটি কার্যকর হওয়ার আগেই আমাদের শর্তগুলো জেনে নিন। ই-মেইলে আরও বলা হয়, নতুন শর্তে পাঠযোগ্যতা এবং যোগাযোগ উন্নত হবে। আর গুগল ক্রোম, গুগল ক্রোম ওএস এবং গুগল ড্রাইভ আসবে শর্তের আওতায়। গোপনীয় নীতিমালায় কোনো পরিবর্তন আসবে না। পাশাপাশি মাইক্রোসফটের নতুন এজ ব্রাউজার ব্যবহারকারীদের ক্রোম ওয়েবস্টোরে প্রবেশের সময় সতর্কবার্তা দিতে শুরু করেছে গুগল। মাইক্রোসফট এজ ব্রাউজারে ক্রোম এক্সটেনশন ইনস্টল করার সময় তা শনাক্ত করতে পারবেÑ সম্প্রতি এমন ব্যবস্থাও ক্রোম ওয়েবস্টোরে যোগ করেছে গুগল। এর থেকে এমনটাই ধারণা পাওয়া যায়, এক্সটেনশনগুলো নিরাপদে ব্যবহার করতে এজ ব্রাউজারের বদলে ক্রোম ব্যবহারের পরামর্শ দিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি। ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারগুলোয় এ সতর্কবার্তা দেখানো হচ্ছে না।
সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |