logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
নারীদের আগ্রহ কমছে পত্রিকা ম্যাগাজিন ও টিভির খবরে
নিজস্ব প্রতিবেদক

পত্রিকা ও ম্যাগাজিনে আগ্রহ কমছে নারীদের। বাড়িতে টেলিভিশন বাড়লেও নারীদের খবর দেখার আগ্রহ কমছে। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯ প্রতিবেদনে উঠে আসা এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
সোমবার বিবিএস মিলনায়তনে এ রিপোর্ট প্রকাশ করা হয়। বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, বিবিএস উপমহাপরিচালক ঘোষ সুব্রত প্রমুখ।        
প্রতিবেদনে দেখা যায়, ২০১২-১৩ সালে ১৫ থেকে ৪৯ বয়সি নারীদের মধ্যে পত্রিকা, রেডিও এবং ম্যাগাজিনে আগ্রহের হার ছিল ১ দশমিক ৬ শতাংশ। বর্তমানে তা কমে হয়েছে ০ দশমিক ৬ শতাংশ। বাসা বাড়িতে রেডিও বিলুপ্তির পথে। বর্তমানে ০ দশমিক ৬ শতাংশ বাড়িতে রেডিও রয়েছে, ছয় বছর আগে ছিল ৩ দশমিক ৯ শতাংশ। 
বাসা বাড়িতে টেলিভিশন বাড়লেও খবর দেখার প্রবণতা নেই। তবে টেলিভিশনে নারীরা খবর বাদ দিয়ে নাটক, বিনোদন বেশি দেখছেন। ছয় বছর আগে ৩৭ দশমিক ৭ শতাংশ পরিবারে টেলিভিশন থাকলেও বর্তমানে এ হার বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৬ শতাংশে। টেলিভিশন বাড়লেও খবর দেখার প্রবণতা কমছে নারীদের। নারীদের মধ্যে উচ্চশিক্ষার হার বাড়ছে। বর্তমানে ৮৮ দশমিক ৭ শতাংশ নারী যে কোনো স্টেটমেন্ট পড়তে পারেন। ছয় বছর আগে এ হার ছিল ৮২ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]