logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ২৬, ২০২০
৫০ বছর পর দেখা মিলল বিরল রংধনু সাপের
অ ন্য র ক ম
আলোকিত ডেস্ক

সাপকে বেশিরভাগ মানুষ ভয় পেলেও এ জীবটিকে নিয়ে আগ্রহেরও খামতি নেই। আবার আমাদের জানা-অজানা কত রকমের সাপ রয়েছে, এমনই একটি সাপের ছবি হঠাৎ করেই সামনে এলো। সাপটির গায়ে লম্বালম্বি একাধিক রঙের অনেকগুলো রঙের ডোরাদাগ রয়েছে। এটি রেনবো (রংধনু) সাপ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর গায়ের রঙের জন্যই এ নাম। প্রায় ৫০ বছর পর সাপটির দেখা মিলল। ফেসবুকে ‘এফডব্লুসি ফিশ অ্যান্ড ওয়াল্ডলাইফ রিসার্চ ইনস্টিটিউট’ অদ্ভুত দেখতে এ সাপের তিনটি ছবি পোস্ট করেছে। সেখানে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওকলা ন্যাশনাল ফরেস্টে সাপটিকে সম্প্রতি দেখা গেছে। এক ব্যক্তি পাহাড়ে চড়তে গিয়েছিলেন। সেখানেই তিনি এ বিরল সাপটিকে দেখতে পান। ক্যামেরাবন্দি করেন সেই ছবি। এফডব্লুুসির তরফে জানানো হয়েছে, এ রংধনু রঙের সাপ বেশিরভাগ সময় পানিতে থাকে। জলজ উদ্ভিদের মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে এ সাপ। ফ্লোরিডা মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির তরফে জানানো হয়েছে, এ সাপ ছোট মাছ, জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে। এরা ইল মাছ খেতেও ওস্তাদ, তাই এদের একটি ডাক নাম রয়েছে ‘ইল মোকাসিন’। শেষবার ফ্লোরিডার মারিওন কাউন্টিতে ১৯৬৯ সালে রংধনু সাপ দেখা গিয়েছিল। তারপর প্রায় ৫০ বছর পর দেখা মিলল। যে সাপটি সম্প্রতি দেখা গেছে, সেটি ৩ ফুট ৬ ইঞ্চি লম্বা। এর আগে সর্বোচ্চ ৫ ফুট ৬ ইঞ্চির রেকর্ড রয়েছে রংধনু সাপের।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]